বুধবার, ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ ১৪৪৬ হিজরি

নৌকায় ভোট দিয়ে মানুষ কখনো ঠকেনি- শেখ হাসিনা

প্রভাতী ডেস্ক: দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আরেকবার নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন বিশ্বের দরবারে রোল মডেলে পরিণত হয়েছে।

শনিবার বিকেলে বরগুনার তালতলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। এর আগে ওই এলাকার বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নৌকা মানেই উন্নয়ন। এই নৌকায় ভোট দিয়ে দেশ স্বাধীন হয়েছে। নৌকায় ভোট দিয়ে মানুষ কখনো ঠকেনি। যখনই ভোট দিয়েছে উন্নয়ন হয়েছে। নৌকার ফলেই সমগ্র বাংলাদেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে। দক্ষিণবঙ্গ একসময় উপেক্ষিত থাকলেও এখন এখানেও উন্নয়নের ছোঁয়া লেগেছে।

দেশের আর্থসামাজিক উন্নয়নে তার সরকারের নানা প্রকল্প ও কর্মসূচির কথা তুলে ধরে আওয়ামী লীগ শেখ হাসিনা বলেন, আপনারা ওয়াদা করুন, যাকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় পাঠাবো, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করে আওয়ামী লীগকে দেশের সেবা করার সুযোগ দেবেন।

তখন হাত তুলে ওয়াদা করেন উপস্থিত জনতা। জবাবে  তিনি সবাইকে ধন্যবাদ জানান।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print