Search

শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে ৬১ নমুনায় ৪০ জন করোনা পজেটিভ !

প্রভাতী ডেস্ক : চট্টগ্রামবাসীর জন্য বিরাট দুঃসংবাদ আসলো আজ। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৪০ জনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ এসেছে।

শুক্রবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, সিভাসুর ল্যাবে বৃহস্পতিবার ৬১টি নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার দুপুরে প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে, ৬১ নমুনার মধ্যে ৪০টি পজিটিভ। এর মধ্যে ৩৮ জন চট্টগ্রামের। বাকি দুইজনের কক্সবাজারের একজন এসিল্যান্ড এবং অন্যজন খাগড়াছড়ির।

নতুন শনাক্তদের মধ্যে সাতকানিয়ার ৭ জন, সীতাকুণ্ডের ৫ জন, হাটহাজারীর ১ জন ও বোয়ালখালীর ১ রয়েছেন। এছাড়া চট্টগ্রাম মহানগর এলাকার মধ্যে সাগরিকা অলংকার এলাকার ১ জন, বহদ্দারহাটের ১ জন, হালিশহরের ৩ জন, কসমোপলিটন আবাসিকের ১ জন, আগ্রাবাদের ১ জন, মেহেদীবাগের ১ জন, বাকলিয়ার ৪ জন, নাসিরাবাদের ১ জন, মোগলটুলীর ১ জন, ইপিজেডের ২ জন, সরাইপাড়ার ১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন (কক্সবাজারে এসিল্যান্ড) ১ জন, ফিরিঙ্গীবাজারের ১ জন, দামপাড়ার ১ জন, আইস ফ্যাক্টরী সড়কের ১ জন, মির্জাপুলের ১ জন, সদরঘাটের ১ জন, আম বাগান রেলওয়ে কলোনীর ১ জন, সাগরিকা কাজিরদীঘির ১ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১ জন (খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা) রয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print