শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ ১৪৪৬ হিজরি

বাংলাদেশে এক সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত !

প্রভাতী ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশের একজন সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত শহীদুজ্জামান সরকার নওগাঁ-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ।

সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক শুক্রবার (১লা মে) রাতে গণমাধ্যমকে বলেন, “আজ শহীদুজ্জামান সরকারের রিপোর্ট পজিটিভ এসেছে।”

৬৫ বছর বয়সী শহীদুজ্জামান সরকার বর্তমানে সংসদ সদস্য ভবনে (ন্যাম ফ্ল্যাট) বরাদ্দ পাওয়া ফ্লাটে আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য।

সাবেক হুইপ শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

নাম প্রকাশ না করার শর্তে এক সংসদ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহীদুজ্জামান সরকারের জ্বর হওয়ায় তিনি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকের পরামর্শে তিনি নিজ ফ্ল্যাটেই আইসোলেশনে আছেন।”

শহীদুজ্জামান সরকার ডায়াবেটিসে আক্রান্ত।
তবে এই মুহূর্তে তার কাশি বা অন্য কোনো উপসর্গ নেই বলেও জানিয়েছেন তার সহকর্মী ওই সংসদ সদস্য।

কীভাবে শহীদুজ্জামান সরকারের দেহে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ঘটল, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে রোগী পাওয়ার পরও ন্যাম ফ্ল্যাট অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ, যা অন্য সব ক্ষেত্রে নেওয়া হয়েছিল।

শেরে বাংলা থানার ওসি জানে আলম মুনশী সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা কোনো লকডাউন করিনি। কারণ ওই এলাকা এমনি সেফ জোন।

“ওইখানে যারা বসবাস করেন, তারা বিষয়টি জানেন এবং সবাই নিজে নিজে আইসোলেশনে চলে গেছেন। পুলিশ বাইরে আছে এবং সহযোগিতা করছেন কার কী প্রয়োজন।”

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print