
করোনা মহামারীতে কাঁপছে সারাবিশ্ব। বিভিন্ন দেশের ন্যায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশও লকডাউন পরিস্থিতিতে রয়েছে। এমতাবস্থায় মধ্যবিত্ত শ্রেণির লোকজন কোনরকম জীবনযাপন করতে পারলেও নিন্ম মধ্যবিত্ত এবং নিন্মবিত্ত শ্রেণির লোকজন অত্যান্ত মানবেতর জীবনযাপন করতেছে।
এসব অসহায় অনাহারী মানুষের কথা বিবেচনা করে সরকারিভাবে যেমন ত্রাণ বিতরণ করা হচ্ছে তেমনি বিভিন্ন সামাজিক এবং পেশাজীবি সংগঠনও সাধ্যমত ত্রাণ বিতরণ করে যাচ্ছে।
শুক্রবার (১৭ই এপ্রিল) সকালে চট্টগ্রাম ক্ষুদ্র
শুটকি উৎপাদন-বিপণন সমবায় সমিতি লিঃ (রেজি: নং ১২৩১২) এর উদ্যোগে বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ সংলগ্ন বাস্তুহারা এলাকার ২৫০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম. আজগর হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিন উল্লাহ,কার্যনিবাহী সদস্য মো: ফোরকান, মো: হাবীব, সিনিয়র সদস্য শের আলী, মো: ফরিদ, সদস্য সিরাজ মিয়াসহ অন্যান্য সদস্যরা।
সংগঠনের সভাপতি এম.আজগর হোসেন বলেন, এই এলাকায় অনেকগুলো দুঃস্থ পরিবার রয়েছে। আমাদের সংগঠনের উদ্যোগে আমরা ২৫০টি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি। আগামীতে আরো কিছু অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। সমাজের বিত্তশালী ব্যক্তি এবং সংগঠনের উচিত তাদের সাধ্যমত পাশ্ববর্তী অসহায় পরিবারের পাশে দাঁড়ানো।
ত্রাণ গ্রহণকারী রেহেনা নামের এক বয়স্ক মহিলা বলেন, সরকারী-বেসরকারী কারো কাছ থেকে আমরা কিছু পাইনি। ১বেলা খেয়ে ২বেলা না খেয়ে থাকি। আজকে এখানে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু পেলাম। পেট ভরে কয়বেলা খেতে পারবো। যারা এই সাহায্য করেছে তাদেরকে মন খুলে দোয়া করবো।