শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৬ হিজরি

অসহায় মানুষের পাশে চট্টগ্রাম নগর ছাত্রলীগ নেতা মোমিন

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে অসহায়, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা মোহাম্মদ মোমিন ৷ ১২ই এপ্রিল (রবিবার) দুপুরে চান্দগাঁও আবাসিক এলাকা ও পুরাতন চান্দগাঁও থানা এলাকায় যারা মানবেতর জীবনযাপন করছেন যেমন- দিনমজুর, রিকশা চালক সহ প্রায় ৬০-৭০ জন অনাহারী মানুষের মাঝে খাবার বিতরণ করেন তিনি ৷

দেশের এই নাজুক পরিস্থিতিতে ছাত্রলীগের এভাবে ছুটে চলা সম্পর্কে জানতে চাইলে মোমিন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন৷ দেশের যেকোন দূর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় ঝাঁপিয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে আমার এই ক্ষুদ্র প্রয়াস৷ দেশের এই ক্রান্তিলগ্নে সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই উদ্যেগ ৷ আগামীতে নিন্ম মধ্যবিত্ত ছাত্রলীগ কর্মীদের মাঝেও উপহারসামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি ৷

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print