Search

বুধবার, ১০ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১০ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১০ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

মহানবী (স) এর রওজা মোবারক জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:সৌদি আরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদে আল-নববীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন। চার দিনের এক সরকারি সফরে বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন।

রিয়াদে কর্মব্যস্ত দিনশেষে বুধবার রাতে মদিনায় পৌঁছে শেখ হাসিনা মসজিদে নববীতে এশার নামাজ আদায় করেন এবং মহানবীর (স.)-এর রওজা জিয়ারতে যান।-খবর বাসস।

এ সময় তিনি বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।

এর আগে তিনি সৌদি আরব এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে রিয়াদ থেকে পবিত্র মদিনা নগরীর প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছেন।

পরে প্রধানমন্ত্রী রাতে এশার নামাজের পর মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন। শেখ হাসিনা আগামীকাল শুক্রবার দেশের উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করবেন।

সৌদি বাদশাহ এবং দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সৌদি আরবে চার দিনের এক সরকারি সফরে মঙ্গলবার রিয়াদে পৌঁছেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print