শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের চাক্তাই বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১২

এম.জিয়াউল হক: চট্টগ্রামের বাকলিয়া থানাধীন চাক্তাই ভেড়া মার্কেট সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ১২ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩শতাধিক ঘর পুড়ে গেছে।

রোববার ভোর রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তুপ থেকে ৮জনের মরদেহ উদ্ধারের কথা বললেও চমেকহা মর্গ এবং স্থানীয় সূত্রে ১২জন নিহত হয়েছে মর্মে জানা যায়। স্থানীয়রা নিহতের পরিমাণ বাড়তে পারে বলেও জানান। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছে।এছাড়া নিহতদের মধ্যে ২ জন শিশু।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন ৮জনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্য রাতে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর রাতে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

নিহতদের লাশ মর্গে পাঠানো হলেও এখনো নিহতদের সবার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পর পুলিশ, ফায়ার সার্ভিস এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print