Search

রবিবার, ৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

জীববিজ্ঞান বিভাগের দক্ষিণ দিকে পাহাড়ঘেঁষা একটি লিজকৃত জমিতে এই আস্তানা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা মদের গোপন আস্তানার সন্ধান

৪০ লিটার বাংলা মদসহ ২ পাহাড়ী নারী-পুরুষ আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী অভিযানে বাংলা মদের একটি গোপন আস্তানা ধরা পড়েছে। অভিযানে নারীসহ ২জনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি শিক্ষক ও নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন – সুমন চাকমা ও তার স্ত্রী পরিচয়ে থাকা একজন নারী। অভিযানে প্রায় ৪০ লিটার বাংলা মদ জব্দ করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের দক্ষিণ দিকে পাহাড়ঘেঁষা একটি লিজকৃত জমিতে ছোট একটি ঘরে মদ তৈরি করা হতো। সুমন চাকমা সেখানে অবৈধভাবে মদ প্রস্তুত করতেন। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম তাকে বাংলা মদসহ আটক করে এবং পরে পুলিশে সোপর্দ করে।

উল্লেখযোগ্য, জিজ্ঞাসাবাদে সুমন বন্য শূকর, হরিণসহ বিভিন্ন প্রাণী শিকারের কথাও স্বীকার করেছেন। এই তথ্য নিশ্চিত করেছেন সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন তার ফেসবুক পোস্টে বলেন, “মাদকদ্রব্য আইন, বন্যপ্রাণী হত্যা এবং অসামাজিক কার্যকলাপে অভিযোগে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া জমিতে অবৈধভাবে ব্যবসা করার কারণে লিজ বাতিল হবে এবং অনুমতিহীনভাবে গাছ কাটার অপরাধে অর্থদণ্ড করা হবে।”

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print