Search

রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

প্রিন্টেড কপি পাওয়ার পর নজরে এসেছে কয়েকটি দফা পরিবর্তন

জুলাই সনদে অফিসে মুজিবের ছবি টাঙানোর বিধান বাতিল না করায় ক্ষোভ বিএনপির

ঐকমত্যের বাইরে গিয়ে সনদে সংশোধন আনা অনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত

জুলাই জাতীয় সনদে সরকারি ও বেসরকারি অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিধান বিলুপ্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার(৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন- “প্রিন্টেড কপি হাতে পাওয়ার পর আমাদের নজরে এসেছে যে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত কয়েকটি দফা অগোচরে পরিবর্তন করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের ছবি অফিসে টাঙানোর বিধান বিলুপ্তির বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি, যদিও প্রায় সব রাজনৈতিক দল এ বিষয়ে সম্মতি দিয়েছিল।”

বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন- সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল বিলুপ্ত করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সম্মতি থাকা সত্ত্বেও তা চূড়ান্ত সনদে পরিবর্তন করা হয়েছে।

তিনি বলেন, “এভাবে ঐকমত্যের বাইরে গিয়ে সনদে সংশোধন আনা অনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print