Search

রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রীট

প্রভাতী ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশীল স্থগিত চেয়ে হাইকোর্টে রীট করা হয়েছে। আজ রবিবার হাইকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রীট আবেদন দায়ের করেন।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উত্থাপন করার কথা রয়েছে।

এর আগে গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

ইউনুস আলী আকন্দ জানিয়েছেন, সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদ অনুযায়ী যারা সরকারি পারিশ্রমিক নেয় তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এবার সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই সংসদের মন্ত্রী-এমপিরা পারিশ্রমিকও নিচ্ছেন। এ অবস্থায় তাদের নির্বাচনে  অংশ নেওয়া সংবিধান বিরোধী।

তিনি আরো বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে দিয়ে নির্বচন করার বিধান রয়েছে। কিন্তু তা না করে সংসদ বহাল রেখে নির্বাচন করা হচ্ছে। এতে করে নির্বাচনের পর দেশে দুটি সংসদ হয়ে যাবে। কিন্তু সংবিধানে একটি সংসদের কথা বলা আছে। এসব কারণ উল্লেখ করে রিট আবেদনটি করা হয়েছে।

রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), মন্ত্রীপরিষদ সচিব, আইন সচিবসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print