শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৬ হিজরি

চুরির সাথে সম্পৃক্তদের গ্রেপ্তারে কাজ চলছে বলে জানান কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দরে গভীর রাতে চুরির ঘটনায় ভাইরাল চিকন আলী গ্রেপ্তার

এবি ইয়ার্ড সংলগ্ন এলাকা থেকে এক বস্তা স্ক্র্যাপ চুরি হয়

বন্দরের এবি ইয়ার্ড থেকে চুরির ঘটনায় ভাইরাল চিকন আলী (২৮) নামের একজনকে চোরাই পণ্যসহ গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ২৮ জানুয়ারি আনুমানিক বিকেল সাড়ে ৫টায় বন্দরের নিরাপত্তা বিভাগ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, আসামি চিকন আলী ও উদ্ধার করা চোরাই পণ্য বন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত রোববার (২৬ জানুয়ারি) রাতে চট্টগ্রাম বন্দরের ভেতরে এবি ইয়ার্ড সংলগ্ন এলাকা থেকে এক বস্তা স্ক্র্যাপ চুরি করে কয়েকজন। বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ পরদিন বিকেলে মইন ওরফে আঙুল কাটা মইন (৪১) ও আক্তার মিয়াকে (৪২) গ্রেপ্তার করে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া কিছু স্ক্র্যাপ উদ্ধার এবং চুরির সাথে সম্পৃক্তদের গ্রেপ্তারে কাজ চলছে বলে জানান কর্তৃপক্ষ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print