Search

রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

দুই ব্যাংক এক হলেও পদ্মার কোনো পরিচালক এক্সিমে থাকতে পারবেন না

ব্যাংক একীভূত হলেও অপরাধীদের ছাড় নেই: ওয়াসিকা

আইন অনুযায়ী ২টি ব্যাংক একীভূত হয়েছে

সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত হলেও আর্থিক খাতের অপরাধীরা পার পাবে না বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। শরিয়াভিত্তিক বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এক্সিমের সঙ্গে ধুঁকতে থাকা পদ্মার একীভূতকরণের দিন এ মন্তব্য করেছেন তিনি।

ওয়াসিকা বলেন, আইন অনুযায়ী দুটি ব্যাংক একীভূত হয়েছে। আর একীভূত হলেই যে অপরাধীদের শাস্তি হবে না, বিষয়টি এমন নয়।

এদিনই পদ্মাকে একীভূত করার চুক্তি করেছে এক্সিম ব্যাংক। তবে দুই ব্যাংক এক হলেও পদ্মার কোনো পরিচালক এক্সিমে থাকতে পারবেন না বলে জানানো হয়েছে।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, আইন অনুযায়ী ২টি ব্যাংক একীভূত হয়েছে। বিষয়টি নতুন, তাই সময় নিয়ে পর্যবেক্ষণ করেই এ বিষয়ে কথা বলতে হবে।

আমানতকারীদের সুরক্ষার জন্য একীভূত আইন করা হয়েছে বলে মন্তব্য করেন ওয়াসিকা আয়শা খান।

এদিকে শেয়ারবাজারের সাম্প্রতিক দরপতন নিয়ে প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পুঁজিবাজারে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print