শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

সিএমপির চান্দগাঁও এবং সদরঘাট থানার ওসি পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। মঙ্গলবার(২৪ জানুয়ারি) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই বদলি–পদায়ন করা হয়েছে। চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান সম্প্রতি সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাকে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) হিসেবে বদলি করা হয়েছে। চান্দগাঁও থানায় নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন সদরঘাট থানার ওসি খাইরুল ইসলাম। অপরদিকে সদরঘাট থানায় পদায়ন করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে সিএমপিতে বদলি হয়ে আসা পুলিশ পরিদর্শক গোলাম রব্বানীকে। তিনি বর্তমানে নগর বিশেষ শাখায় (এসবি) কর্মরত আছেন। পুলিশ পরিদর্শক খাইরুল ইসলামকে গত ১৬ মে সদরঘাট থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছিল। সদরঘাট থানায় যোগ দেওয়ার আগে তিনি বায়েজিদ বোস্তামি থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। একই আদেশে পুলিশের আরেক পরিদর্শক আবু নাঈম মো. সবুর খানকে নগর বিশেষ শাখায় বদলি করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print