Search

বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রবিউস সানি ১৪৪৭ হিজরি

রাজধানীতে স্লোগানে স্লোগানে উত্তাল বিএনপির গণমিছিল

প্রভাতী ডেস্ক : ঢাকায় বিএনপির পূর্বঘোষিত গণমিছিল শেষ হয়েছে। গণমিছিল মগবাজারে মোড়ে পৌঁছানোর পর সেখান থেকে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে নয়াপল্টন থেকে মিছিলটি শুরু হয়। মালিবাগ, শান্তিনগর ও মৌচাক মোড় হয়ে মগবাজারে গিয়ে বিকেল চারটা ১০ মিনিটে এ গণমিছিল শেষ হয়।

আমানউল্লাহ আমান বলেন, আমাদের আজকের গণমিছিল এখানেই শেষ। আমি মিছিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। আপনার সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাবেন। পথে কোনো ধরনের ঝামেলা করবেন না।

এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। সমাবেশ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন। আগামী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ কর্মসূচি করবে দলটি।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print