Search

রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

বিমানবন্দরে করোনা টেস্টের নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রভাতী ডেস্ক : করোনার নতুন ভেরিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিমানবন্দরগুলোতে টেস্ট করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে চীনসহ যেসব দেশে সংক্রমণ বেড়েছে, সেসব দেশ থেকে আসা যাত্রীদের অবশ্যই পরীক্ষা করতে হবে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। পরে বিকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

সচিব জানান, করোনার নতুন সংক্রমণ ছড়িয়েছে এখন পর্যন্ত চীনসহ চারটি দেশে। বাংলাদেশে যাতে এটা ছড়াতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষকে মাস্ক পরানোসহ সামাজিক দূরত্ব যাতে মেনে চলে সেজন্য স্থানীয় প্রশাসনকে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print