Search

সোমবার, ২৭শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ২৭শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ২৭শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

আনোয়ারা উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি মান্নান, সম্পাদক জসিম

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে পুরাতনে ভরসা রেখেছে আওয়ামী লীগ। নতুন চমক এসেছে সাধারণ সম্পাদকে। আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা জসিম উদ্দিন।

শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সম্মেলনের প্রথম অধিবেশন শেষ কাউন্সিল অধিবেশনে নেতৃত্বরা নির্বাচনের ক্ষমতা ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির ওপর ন্যস্ত করেন। ভূমিমন্ত্রীর মতামতের ভিত্তিতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন মনছুরের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে আবারও সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী এবং জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালের ১১ এপ্রিল আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হয়। সেই সম্মেলনে বাহাউদ্দিন খালেক শাহজীকে সভাপতি ও কাজী মোজামম্মেল হককে সাধারণ সম্পাদক করা হয়েছিল। এরপর কাজী মোজাম্মেল হককে সভাপতি ও অধ্যাপক এমএ মান্নান চৌধুরীকে সাধারণ সম্পাদক, সর্বশেষ অধ্যাপক এমএ মান্নান চৌধুরীকে সভাপতি ও এমএ মালেককে সাধারণ সম্পাদক করে দুইটি কমিটি দক্ষিণ জেলা আওয়ামীলীগ সম্মেলন ছাড়া অনুমোদন দেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print