Search

শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

জামিন পেলেন আমান-জুয়েল, কারাগারে রিজভীসহ ৪৪৫ নেতা-কর্মী, রিমান্ডে ২৭ জন

প্রভাতী ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও আবদুল কাদের জুয়েল। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে অসুস্থ বিবেচনায় তাদের জামিনের আদেশ দেন।

এছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ দলটির ৪৪৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই জাহিদুল আলম তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তাদের পক্ষে জামিন আবেদন করেন মাসুদ আহমেদ তালুকদার।

তবে তাদের জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষ থেকে বিরোধীতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আদেশ দেন। আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম এসব তথ্য জানিয়েছেন।

এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন ও মতিঝিল থানার আলাদা দুটি মামলায় বিএনপির ২৩ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print