Search

রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম কারাগারের সামনে থেকে অপহৃত বাঁশখালীর দিনমজুর রাঙ্গুনিয়ার গহীন জঙ্গল থেকে উদ্ধার

এম.জিয়াউল হক : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে ফিল্মী স্টাইলে অপহৃত এক ব্যক্তিকে রাঙ্গুনিয়া উপজেলার পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গহীন পাহাড়ী এলাকা থেকে কামাল উদ্দিন (৩৫) নামের এই ব্যক্তিকে উদ্ধার করা হয়, সেই সঙ্গে ২জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-রাঙ্গুনিয়া বেতছড়ি এলাকার মো. মামুন (২৫) এবং মিরসরাই উপজেলার বামনসুন্দর এলাকার মো: বেলাল (২৫)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির জানান, মঙ্গলবার রাতে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি থানায় এসে অভিযোগ করেন সোমবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তার বড় ভাইকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা ফোনে তার পরিবারের কাছ থেকে ১৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। রাতে এ ঘটনায় মামলা নিয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকস দল অভিযান শুরু করে। বুধবার রাঙ্গুনিয়া থানার ইসলামপুর এলাকার একটি পাহাড় থেকে কামাল উদ্দিনকে উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার এসআই মেহেদী হাসান জানান, অপহৃত কামাল বাঁশখালীর ছনুয়া এলাকার বাসিন্দা এবং সে সাতকানিয়া এলাকায় একটি রড-সিমেন্টের দোকানে কাজ করেন। সোমবার তিনি তার পরিচিত এক কারাবন্দী ব্যক্তিকে দেখতে চট্টগ্রাম কারাগারে এসেছিলেন। যাওয়ার পথে ৪ জন যুবক তাকে জিম্মি করে নিয়ে যায় এবং ১৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। যে স্থানে কামালকে আটকে রাখা হয়, সেটা জনবসতিহীন গহীন এলাকা। সড়ক থেকে অন্তত আরো ৪ কিলোমিটার হেঁটে ওই স্থানে পৌঁছাতে হয়।

পুলিশের ধারণা, গ্রেপ্তার হওয়ারা সংঘবদ্ধ একটি চক্রের সদস্য। মূলত বিভিন্ন স্থান থেকে লোকজনকে অপহরণ করে ওই ঘরটিতে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়। অপহৃত কামালের শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে।

এসআই মেহেদী জানান, অপহরণ কাজে গ্রেপ্তার দুই জন ছাড়া আরও কয়েক জন এই চক্রে জড়িত। অভিযানের সময় দুজনকে আটক করা হলেও আরো দুই জন পালিয়ে যান। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print