Search

বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

বাঁশখালীর চাম্বলে চেয়ারম্যান প্রার্থীর উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল কাদেরের (৫২) ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয়ভাবে চিকিৎসা নেয়ার পর গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

মঙ্গলবার (২৪ মে) রাত পৌনে ৮টায় চাম্বল ইউপির ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছৈয়দ পাড়া বিলন্যা নাশি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চাম্বল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল কাদের মিয়ার দোকান, গজার হাটের উত্তর পার্শ্বে ও বেড়া পাড়ার উপর দিয়ে বাড়ি ফেরার পথে ১৫/২০ জন যুবক পথরোধ করে এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় আহত হয়ে অবস্থা বেগতিক দেখে ফজলুল কাদের আশ্রয় নেন আবছার নামে এক ব্যক্তির বাড়িতে। ফজলুল কাদেরকে বাঁচাতে এগিয়ে গেলে
গিয়াসউদ্দিন, এয়ার মোহাম্মদ, রিপাত হোছাইন, আব্দুর রশিদ, মো: সোহেল, আবু তাহের, রনি, শাহাদাত, মিনহাজ, আব্দুল আজিজ, রুবেলসহ আরো ২/৩ জন আহত হয়।

আহত ফজলুল কাদেরকে আশ্রয় দেয়া নুরুল আবছার বলেন, ফজলুল কাদের আমার বাড়িতে আশ্রয় নিয়ে চিকিৎসা ব্যবস্থার সহায়তা চাইলে তাকে গাড়ি তুলে হাসপাতালের দিকে পাঠিয়ে দেয়া হয়।

আহত ফজলুল কাদের বলেন, বর্তমান চেয়ারম্যান ও প্রার্থী মুজিবুল হক চৌধুরীর লোকজন এই হামলা চালিয়েছে। তারা দীর্ঘদিন যাবত আমার উপর হামলার হুমকি দিয়ে আসতেছিল। আমার জনপ্রিয়তাকে ভয় পেয়ে এখন এই জঘন্য ঘটনা ঘটিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, চাম্বলের চেয়ারম্যান প্রার্থী ফজলুল কাদেরের ওপর হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাটি কারা ঘটিয়েছে সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print