বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

সিএমপির ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে প্রথমবারের মতো পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের সময় শরীরে ক্যামেরা চালু থাকবে। এসব ক্যামেরা ভ্রাম্যমাণ সিসিটিভি ক্যামেরার কাজ করবে। শনিবার(২৪ জুলাই) নগরের ডবলমুরিং থানা–পুলিশ পরীক্ষামূলকভাবে এটি শুরু করে।

এর আগে ঢাকায় ট্রাফিক পুলিশ এই কার্যক্রম শুরু করলেও থানা পর্যায়ে দেশে প্রথমবারের মতো এই কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (পশ্চিম) উপকমিশনার মো. আবদুল ওয়ারীশ এই কার্যক্রমের উদ্বোধন করেন। বলেন, পাইলট প্রকল্পের আওতায় আপাতত সিএমপির চার বিভাগের চার থানায় এই কার্যক্রম শুরু হচ্ছে। এখন শুরু করা চার থানা হচ্ছে ডবলমুরিং, কোতোয়ালি, পাঁচলাইশ ও পতেঙ্গা। প্রতিটি থানাকেই ৭টি করে ক্যামেরা দেওয়া হয়েছে।

পর্যায়ক্রমে ১৬ থানায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ‘বডি ওর্ন ক্যামেরা’ থাকলে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের অগোচরে কিছু বাদ পড়লেও ক্যামেরায় রেকর্ড হওয়া তথ্য ও ছবি কাজ দেবে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘এসব ক্যামেরা ভ্রাম্যমাণ সিসিটিভির কাজ করবে। আমাদের চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে। এই উদ্যোগ আমাদের ডিজিটালাইজেশনের পথে আরেক ধাপ এগিয়ে নেবে।’এই ক্যামেরা অডিও, ভিডিও এবং ছবি তুলতে পারবে। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে।

মাঠপর্যায়ের একাধিক পুলিশ কর্মকর্তা জানান, ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু হওয়ায় তাঁদের কাজে গতিশীলতা বাড়বে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print