বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

হাটহাজারী থানার ওসির বিরুদ্ধে প্রতিবন্ধী যুবকের সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: আসামিদের পক্ষ নিয়ে উল্টো মামলার বাদীকে হুমকি দেয়ার অভিযোগে চট্টগ্রামের হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মো. এরশাদ (২৭) নামের এক প্রতিবন্ধী যুবক।

শুক্রবার (২৩ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মো. এরশাদ হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ওবাইদুল্লা নগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এরশাদ বলেন, জন্মের পর থেকেই তার দুটি হাত নেই। মানুষের দ্বারে দ্বারে ভিক্ষার বদলে স্বাবলম্বী হতে তিনি বাড়ির পাশে তার ‘মায়ের আশা’ নামে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান করেন। কয়েকদিন আগে ওই দোকান থেকে হামিদুল ইসলাম, হৃদয়, ফারুকসহ ‍স্থানীয় কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এরশাদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিরিয়ানি খাবে বলে তার দুটি ছাগল নিয়ে যেতে চায় অভিযুক্তরা।তাতেও বাঁধা দেওয়ায় ২৩ জুন দোকানটিতে ভাঙচুর চালান অভিযুক্তরা।

এ ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করা হয়। কিন্তু মামলার পর ওসি আসামিদের গ্রেফতার না করে উল্টো বাদী প্রতিবন্ধী যুবককে নানাভাবে হুমকি দিতে থাকেন এবং মামলার বিষয়ে চুপ থাকতে বলে।

সংবাদ সম্মেলনে এরশাদ আরো বলেন, ‌‘ওসির কথা না শুনলে’ কিংবা ‘বেশি কথা বললে’ তিনি আমাকে ইয়াবা মামলায় ফাঁসানো এবং প্রতিবন্ধী ভাতা বন্ধ করে দেয়ার হুমকি দেন। ওসির ভয়ে আমি এলাকা ছাড়া হয়েছি। এছাড়া ঘটনাটিকে ‘এলাকার ফুটবল খেলা নিয়ে মারামারি’ বলে ধামাচাপা দিতে চেষ্টা করেন ওসি। তাই অনেকটা নিরুপায় হয়ে আমি গণমাধ্যমের সামনে এসেছি। আমি ওসির রোষানল থেকে বাঁচতে চাই, আমার জীবনের নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

এই ব্যাপারে জানতে চাইলে এসপি রশীদুল হক বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে খোঁজ খবর নিচ্ছি, সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print