Search

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চট্টগ্রামের বাকলিয়ায় অবৈধ কাঠ জব্দ করতে গিয়ে স্থানীয়দের হামলায় ৪ র‌্যাব সদস্য আহত

এম.জিয়াউল হক: চট্টগ্রামের বাকলিয়া থানাধীন বলিরহাট এলাকায় অবৈধ কাঠ জব্দ করতে গিয়ে স্থানীয়দের হামলায় ৪ র‌্যাব সদস্য আহত হয়েছে। রবিবার (১১ জুলাই)  দুপুর ২টার সময় এই ঘটনা ঘটে। এতে র‌্যাবের গাড়িও ভাঙচুর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় র‌্যাবের  কয়েকটি গাড়ি  অবস্থান করছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

তিনি  জানান, বন বিভাগ মারফত অবৈধ কাঠ মজুতের খবর পেয়ে একটি ফার্নিচারের দোকানে র‍্যাব অভিযান চালানোর সময় স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে র‍্যাবের ওপর হামলা করে। এতে ৪জন র‍্যাব সদস্য আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এ বিষয়ে  আমরা কিছুই জানি না, সম্ভবত র‍্যাবই বিষয়টি খতিয়ে দেখছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print